Thursday, January 23, 2025

 আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ রাজবাড়ী শাখার উদ্যোগে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর-২১) সকাল ১১টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋন বিভাগের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , আল আরাফারহ্ ব্যাংকের ঢাকা বিভাগীয় প্রধান,এমএমই বিনিয়োগ বিভাগ-১ ইভিপি মো মনজুর হাসান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের খুলনা জোনের এসভিপি ও হেড অফ জোন মো. মজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
সার্বিক তত্বাবধায়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখা ব্যবস্থাপক এফএভিপি মোহাঃ ইমরান হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কৃষাণী হোসনেয়ারা বেগম, আমিনুল ইসলাম প্রমুখ। পরে ৬৯ জন কৃষকের মাঝে ১কোটি ৬৯ লক্ষ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here