Saturday, December 21, 2024

আ.লীগের বিশাল সমাবেশ

মোঃ ইমদাদুল হক রানা ,বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর,ইসলামপুর,নবাবপুর ইউনিয়নের যৌথ আয়োজনে বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের বিশাল সমাবেশ ২০ মার্চ (সোমবার) সমাবেশ বিকাল ৩ টা থেকে শুরু।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম এমপি,সভাপতি জেলা আওয়ামীলীগ রাজবাড়ী।  প্রধান বক্তা জনাব মো রেজাউল হক রেজা,সদস্য,জাতীয় পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ। বহরপুর রেলওয়ে মাঠে নির্বাচনের বার্তা দিলেন জিল্লুল হাকিম এমপি।
রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বহরপুর ইসলামপুর নবাবপুর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সোমবার ২০ মার্চ বিকালে আগামী জাতীয় নির্বাচনকে সামনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আগামী সাধারণ নির্বাচনের নির্বাচনী বিভিন্ন বার্তা পৌঁছে দেন।

জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইঊনিয়ন থেকে আসা হাজার হাজার লোকের সমাগমে অনুষ্ঠিত জনসভায় দেশের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বক্তব্য রাখেন এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বহুল ” উন্নয়ন উপহার ” দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমূলের নেতাকর্মীদের উজ্জিবিত করতে বহরপুর রেলওয়ে ফুটবল মাঠের জনসভায় গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধান অতিথি।

সোমবার (২০ মার্চ) বিকালের জনসভায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বহরপুর রেলওয়ে মাঠের জনসভায় যে পরিমানে কর্মী সমর্থক এসেছে, এটা দেখলেই বোঝা যায় মানুষ আজ উন্নয়নের ধারা মনে প্রানে বিশ্বাস করতে শুরু করেছে। তিনি দেশের সমস্যা ও উত্তোরনের কথা তুলে ধরেন। তিনি আগামী নির্বাচনের জন‍্য বার্তা দেন। এবং রাজবাড়ীসহ দেশের সকল উন্নয়নের কথা তুলে ধরেন। উন্নয়ন তো ঢেকে রাখার বিষয় নয়। আমাদের অর্জন সবকিছুই জনগণের চোখের সামনে।  বহরপুর রেলওয়ে ফুটবল মাঠের জনসভার বিশাল মঞ্চে আগামীর নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে আহ্বান জানান এমপি। তিনি তার সরকারামলে বালিয়াকান্দির বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন। এরমধ‍্যে যোগাযোগ ব‍্যাবস্থার উন্নয়ন হিসেবে ভাঙ্গা ভাটিয়াপাড়া, রাজশাহী গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চালু, বালিয়াকান্দি-র্নরুয়া সড়ক উন্নয়ন, সোনাপুর-জামালপুর সড়ক উন্নয়ন, উপজেলার অনেক স্থাণে ব্রীজ কালভাট নির্মান, স্কুল;, হাট বাজারগুলোতে সড়ক, ড্রেনেজ, তরকারী কাঁচাবাজার উন্নয়ন, কলেজ, মাদ্রাসায় শিক্ষার মাননুন্নয়নসহ সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাকে অব‍্যাহত রেখেছে। এগিকে দীর্ঘদিন পর এই এলাকায় সংসদ সদস‍্য আসাতে এলাকার জনগণ আনন্দে ভাসছেন। সমাবেশে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নসহ কালুখালী উপজেলার থেকেও নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত‍্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে সরকার।

জনসভায় অংশগ্রহণ করেন, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিসদ সদস‍্য মোঃ রেজাউল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোর্শেদ আরজ, রেজা,বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,  সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, মোঃ হারুন অর রশিদ,কালুখালী উপজেলা চেয়ারম্যান আলীমুজ্জামান চৌধুরী টিটু, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মান্নান শেখ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর, বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল কমিম, জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা কবির, সহ সভাপতি নওসের আলী, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মন্ডলসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠের নের্তৃবৃন্দ বক্তব‍্য রাখেন।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা বলেন, আমাদের জাতীয় নির্বাচন আসন্ন। এই নির্বাচনে রাজবাড়ী -২ আসন থেকে আমাদের নেতা জিল্লুল হাকিমকে পূণরায় সংসদ সদস‍্য হিসাবে ক্ষমতায় আনতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান করে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করতে এক সাথে কাজ করতে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here