Wednesday, December 25, 2024

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেছে স্কুল ছাত্রের হাত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে এক স্কুল ছাত্রের হাত ঝলসে গেছে। ওই ছাত্রের নাম, রিয়াজ মোল্যা (১৫)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিটন মোল্যার ছেলে ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টার দিকে। তাকে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী জানিয়েছেন, বিকট শব্দে আমরা লিটন মোল্যার বাড়ীতে গিয়ে দেখতে পাই তার ছেলে রিয়াজ মোল্যার হাত ঝলসে গেছে। পা দিয়ে রক্ত ঝড়ছে। সে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে আহত হয়। তার বাড়ীর টিনের চালও ছিদ্র হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মুরাদুল ইসলামের স্ত্রী কাকলী বেগম বলেন, আমরা শব্দ শুনে দ্রুত ওই বাড়ীতে যাই। তার হাত ঝলসে গেছে ও পা দিয়ে রক্ত ঝড়ছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়। সে পটকা বানাচ্ছি ইউটিউব দেখে ম্যাচের কাঠি দিয়ে। আর কিছু বলতে পারবো না।
বহরপুর ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, শুনেছি ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানাচ্ছিল। এতে বিস্ফোরিত হয়ে স্কুল ছাত্রের হাত ঝলসে গেছে। খবর পেয়ে থানার ওসি তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসেন।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ম্যাচের কাঠি দিয়ে পটকা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে স্কুল ছাত্রের হাত ঝলসে গেছে। তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here