Wednesday, December 25, 2024

ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে তরুনীকে ধর্ষনের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শেখ মোঃ ওহিদুজ্জামানের ছেলে হিমেলের বিরুদ্ধে এক তরুনীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু  নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে তিনজন কে আসামী করে মামলা দায়ের করেছেন। ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশধনী-২০০৩) এর ৯(১) দঃবিঃ এর ৩২৩/৫০৬ (২)

মামলা সূত্রে জানাগেছে, ওই তরুনীর সাথে চেয়ারম্যানের ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। উভয় পক্ষের মধ্যে বিয়ের কথা চলমান। গত সোমবার (২০শে জুন) চেয়ারম্যানের ছেলে হিমেল ওই তরুনীর বাড়ী থেকে প্রাইভেট কার নিয়ে বিবাহের কথা বলে বেলা বারোটার দিকে নিজ বাড়ীতে নিয়ে আসে। সাথে ওই তরুনীর ছোট বোনকেও নিয়ে আসে। পরে পাশের রুমে নিয়ে ওই তরুনীকে আসামী হিমেল ধর্ষন করে। ওই দিন রাত আট টার দিকে ওই তরুনী হিমেলকে বিবাহের চাপ দিলে হিমেল ও তার পরিবার রাজী না হয়ে ওই তরুনী ও তার বোনকে মারধর করে বাড়ী থেকে বেড় করে দেয়। ওই তরুনী বাড়ী থেকে যেতে অস্বীকৃতি জানালে হত্যা করার হুমকী দেয়। পরে ওই তরুনীর মামাকে ফোন করলে তার মামা এসে উদ্ধার করে ওই তরুনীকে রাজবাড়ী সদর হাঁসপাতালের মহিলা ওয়ার্ডের ১৬ নং বেডে ভর্তি করে চিকিৎসা করান। মামলায় আরোও উল্লেখ করা হয় রাজবাড়ী সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয়। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন,ওই তরুনীর মামা একটা অভিযোগ দিয়েছিলো । ভিকটিমকে সহ আসতে বলেছি সে আর থানায় আসেনি। ঘটনা শুনে থানা পুলিশ হাঁসপাতালে গিয়েছে আর থানায় সবারই  অভিযোগ নেওয়া হয়। থানার দরজা সবার জন্য উন্মুক্ত।

হাসপাতালে গিয়েছিলেন সদর থানার এস আই মুরাদ। তিনি বলেন, ওই তরুনীর মায়ের সাথে কথা বলেছি। আসামী হিমেলের সাথে ওই মেয়ের আগে থেকেই সম্পর্ক তা বলেছে ওই তরুনীর মা।

এ বিষয়ে হিমেলের পিতা মুলঘর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান বলেন, অনেক আগে একবার আমরা যখন ঢাকায় গিয়েছিলাম ওই মেয়ে শুনেছি আমাদের বাড়ীতে এসেছিলো। একরাত থেকে চলে গেছে।  গত সোমবার ঘটনার দিন ওই মেয়ে আবার বাড়ীতে আসে আমি জানতাম না । মেয়ে দাবী করে যে আমি আপনাদের বাড়ী থেকে যাবোনা। আপনার ছেলের সাথে আমার বিয়ের কথা ।আপনার ছেলে আমাকে বিয়ে করবে বলেছে। তখন আমি মেয়েকে চলেযেতে বলেছি। তার গায়ে কোন আঘাত করা হয় নি । তিনি আরো বলেন আমার ছেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গত রোজার ঈদের আগে থেকে। আমার ছেলে ওই মেয়েকে কিভাবে উঠিয়ে আনবে। আমাকে ও আমার দুই ছেলেকে আসামী করে আদালতে মামলা করেছে। শুনেছি। মূলতঃ আমার বিরোধী পক্ষের লোকজন আমার মান হানির জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।  আর ওই মেয়েটাকে ব্যাবহার করছে। সকল ঘটনা বানোয়াট।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here