Wednesday, January 22, 2025

ইটভাটার মাটি সড়কে পড়ে মরণ ফাঁদ ॥ প্রতিদিনই ঘটছে দুঘর্টনা

এস,এম রাহাত হোসেন ফারুক : রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ইটভাটার মাটি সড়কের উপর পড়ে সামান্য বৃষ্টিতেই ঘটছে দুঘর্টনা। এতে প্রশাসনের নেই কোন পদক্ষেপ। দুঘর্টনার ফলে মোটরসাইকেল, ট্রাক সহ বিভিন্ন গাড়ীর চালকরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

(৩১জানুযারি) বুধবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টিতে বালিয়াকান্দি-নারুয়া, বালিয়াকান্দি-সোনাপুর, বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি-জামালপুর ও বালিয়াকান্দি-মধুখালী সড়ক মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্ধারা বলেন, প্রতিদিনই ট্রাকে করে ইটভাটায় মাটি নেওয়ার ফলে সড়কে পড়ে সামান্য বৃষ্টিতেই চলাচল অনুয়োপযোগী হয়ে পড়েছে। সকালে ট্রাক সহ অন্তত ২০টি গাড়ী দুঘর্টনার শিকার হয়েছে। আমরা প্রতিকার দাবী করছি।
মরাবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, ইটভাটার মাটি সড়কে পড়ার কারণে আমি মোটরসাইকেল দুঘর্টনার শিকার হয়ে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে।

বিষয়টি নিয়ে চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। এখনো কোন সুরহা হয়নি। শুধু আমিই নয় আমার মতো অন্তত ২০-২৫টি গাড়ী দুঘর্টনার শিকার হয়েছে।
দুঘর্টনার শিকার ট্রাক মালিক মোস্তফা বলেন, পঞ্চগড় থেকে ছিলেকশন বালি নিয়ে বোয়ালমারী যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইট ভাটার মাটি টানায় রাস্তায় গতরাতের বৃষ্টিতে এত পরিমাণ কাদা হয়েছে, এতে ভোর ৫ টার দিকে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তায় পাশে চলে উল্টে
যায়। এতে ট্রাকের ড্রাইভার মামুন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি উল্টে গেলেও এখন পর্যন্ত ভাটার মালিক এখানে আশে নাই।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ইটভাটার মাটি পড়ে সড়কে চলাচলের অনুয়োপযোগী হওয়ার বিষয়টি নজরে এসেছে। আজকেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here