স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ইটের ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এ সময় ১ জন আহত হয়েছেন ।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) রবিবার বিকাল ৪ টার সময় জামালপুর বালিয়াকান্দি সড়কে দুর্গাপুর আখ সেন্টারের সামনে এদুর্ঘনা ঘটে। উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের মৃত ইউছুফ সেখের ছেলে জামালপুর কলেজের প্রভাষক হাসিবুুল ইসলাম বুলবুল(৫২) ও একই কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন জামালপুর বাজার থেকে বালিয়াকান্দি যাবার পথে আখ সেন্টারের সামনে ভ্যানের সাইড দিতে গেলে পিছন থেকে ইট বুঝায় ট্রলি সোজরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই হাসিবুল ইসলাম বুলবুল নিহত হয়।এসময় জাহাঙ্গীর হোসেন মারাত্মক ভাবে আহত হয়। তাকে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসময় জনতা ইটের ট্রলিতে আগুন লাগিয়ে দেয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামালউদ্দিন জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।