Sunday, January 19, 2025

ইলিশ শিকারে নদীতে নামবে জেলেরা

নিজস্ব প্রতিবেদঃ নিষেধাজ্ঞা শেষে ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া টানা ২২ দিন পর শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২টার পর থেকে ইলিশ শিকারে নদীতে নামবে জেলেরা।

পদ্মার পাড়ে নোঙর করে আছে মাছ ধরার ট্রলারগুলো। এ অবসরে জাল বোনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। কেউবা নৌকার শেষ রঙের আস্তরণ দিচ্ছে আবার কেউ জালের সাথে ভেসে থাকার ঘটি আটকাচ্ছে।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫শত ট্রলার রয়েছে। এসব ট্রলারের অধীনে ৩ হাজারের অধিক মাঝি-মাল্লা পদ্মায় মাছ ধরেন। গত ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ শুরু হওয়ায় এসব ট্রলার পাড়ে ফিরে আসে। ফলে এলাকার জেলে পরিবারগুলোর অভাব-অনটন কাটছে না।

পদ্মার পাড়ে জাল বোনার কাজে ব্যস্ত এরশাদ মিয়া বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য পদ্মায় মাছ ধরা নিষিদ্ধ। এ কারণে মাছ ধরার ট্রলারগুলো কূলে নোঙর করেছে। অবসর সময়ে জালগুলো বুনে ঠিকঠাক করছি।

এক ট্রলারের মাঝি রমজান আলী জানান,মা ইলিশ সংরক্ষণ ২২ দিন মাছ ধরা বন্ধ রয়েছে। এ সময়ে ট্রলারের ইঞ্জিন মেরামত ও জাল বোনার কাজ সেরে নিচ্ছি।

জেলে সোলেমান সরদার বলেন, জাল বোনার কাজে আলাদাভাবে ২০০-৩০০ টাকা দৈনিক মজুরি দেন বহদ্দাররা। এতে অলস সময় পার হলেও সংসার চলে না। এভাবে অনেক জেলে জাল বোনার কাজ করছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here