রামাল্লা : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পশ্চিমতীরের উত্তরাঞ্চলে কালকিলিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফারেস আবু সামারাহ (১৪)। মাথায় বুলেটের আঘাতে সে প্রাণ হারায়।
সরকারি ‘ওয়াফা’ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, কালকিলিয়ার পশ্চিমে নাকার পাড়ায় দখলদার বাহিনী হামলা চালায়। তারা বাসিন্দা ও তাদের বাড়িঘর লক্ষ্য করে সরাসরি রাবার বুলেট, স্টেন গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে মারে।
এদিকে বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি এবং মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়।
উল্লেখ্য, ১৯৬৭ সালে মাত্র ছয়দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর দখল করে নেয়।
সূত্রঃ ফিলিস্তিন, ২৭ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক)