Wednesday, January 22, 2025

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক : ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ সদর উপজেলা কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুর রশিদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক। অতিথিবৃন্দ বলেন, সরকার ইমামদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদ করে গড়ে তুলতে চাই। তাই ইমামদের প্রশিক্ষণের জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমী তৈরি করা হয়েছে।

ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যম আপনারা যে জ্ঞান অর্জন করেছেন তা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের জীবনের উন্নয়ন করতে হবে এবং সমাজে যেসকল কুসংস্কার আছে তা দুর করতে হবে।বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here