Thursday, January 9, 2025

চল্লিশ পিস ইয়াবা সহ দুইজন গ্রেফতার

মোজাম্মেলহক ,গোয়ালন্দ( রাজবাড়ী) উপজেলা সংবাদদাতাঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেশের বৃহত্তর যৌনপল্লীর প্রধান গেটে দুজনের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক সম্রাট কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের কে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলো, উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার মাদার শেখের ছেলে মো. মোতালেব শেখ(৪৫), দৌলতদিয়া বদন মৃধা পাড়ার মৃত নুর শেখের ছেলে মো. রাজিব শেখ (২৭)।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল দৌলতদিয়া পতিতালয়ের চেয়ারম্যানের গলির মো. জিয়ার দোকানের সামনে থেকে আসামীদ্বয়ের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক মো. জিল্লুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।মামলার নং১৬ আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here