Thursday, December 26, 2024

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারিরা হলো, ফরিদপুর জেলার সালথা থানার খর্দলক্ষনদিয়া গ্রামের মৃত গাউস উদ্দিন খানের ছেলে মনির হোসেন (৫১), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চামুটিয়া গ্রামের বারেক হোসেনের ছেলে এরশাদ হোসেন (২৫) বর্তমান সে দৌলতদিয়া পতিতালয়ের ভিতরে আরতীর বাড়ির ভাড়াটিয়া।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফারুক হোসেন, এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া বাজার মোহন মন্ডলের বাড়ির পাশে আনন্দ গার্মেন্টস নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here