Monday, December 30, 2024

ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের আগমারাই গ্রামে অভিযান চালিয়ে ৩৫০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তর।

রবিবার( ৭আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক কারবারি রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৭)।রাসেল একই গ্রামের শাবানা বেগমের বাড়িতে ভাড়া থাকতো।

এজাহার সূত্রে জানা যায়, মাদক দ্রব্য অধিদপ্তরের একটি বিশেষ টিম সকাল সারে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাসেল নামে এক মাদক কারবারির কোমরের সাথে বাধা একটি কালো রঙের চামড়ার ব্যাগে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য রেখেছে। সে সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের বিশেষ টিম মাদক কারবারি রাসেল কে আটক করে এবং তার কাছে থাকা ব্যাগ থেকে ৩৫০ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদককারবারি রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here