Thursday, January 23, 2025

ঈদুল ফিতর উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নির্বিঘ্ন ফেরি পারাপার, লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠু চলাচল, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল সকাল ১১টায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: মোরশেদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস), মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক, মো: সোহাগ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মো: আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম, প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ, রাজবাড়ী, অফিসার-ইন-চার্জ, গোয়ালন্দ ঘাট থানা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, আনসার-ভিডিপি প্রতিনিধি, চেয়ারম্যান, দৌলতদিয়া ইউনিয়ন, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও নৌ-পথে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here