Thursday, April 3, 2025

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় কাজ করছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় কাজ করছে জেলা প্রশাসন ।

শনিবার (২৯ মার্চ) রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নির্দেশনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জনসাধারণের ঘরমুখী যাত্রাকে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে আহলাদিপুর, কল্যাণপুর এবং গোয়ালন্দ উপজেলায় বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন ।

এ সময় বিভিন্ন যানবাহনের, বিশেষত মোটরবাইক চালকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেট ও লাইসেন্স ব্যতীত গাড়ি চালনার দায়ে একাধিক ব্যক্তিকে জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।

গোয়ালন্দ সদর উপজেলার প্রতিটি বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয় এবং বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের মতামত ও অভিযোগ শ্রবণ করা হয়।

এছাড়া, ফেরিঘাটে এবং ফেরিতে যাত্রীদের কাছে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। সকল যাত্রীকে নির্ধারিত কাউন্টার হতে ব্যানারে প্রদর্শিত মূল্য তালিকা অনুযায়ী টিকেট ক্রয় করতে পরামর্শ প্রদান করা হয়। ”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here