Sunday, December 22, 2024

ঈদ যাত্রায় গার্মেন্টস শ্রমিকদের সুখবর দিলেন রেলমন্ত্রী

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ী জেলার পাংশা ডাকবাংলোতে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম কে গার্ড অব অনার প্রদান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গার্মেন্টস ব্যবসায়ীদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দের সাথে যাতে তারা বাড়ি যেতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার গার্মেন্টস শ্রমিকদের জন্য আগমী দুই দিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি।

রোববার (৭এপ্রিল) দুপুর ২ টায় রাজবাড়ীর পাংশা ডাক বাংলোতে গার্ড অব অনার শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল প্রকার সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here