ডেস্ক নিউজ: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১৫টি জেলায় ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ এবং অমাবস্যা তিথির প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্লাবনের ঝুঁকিতে যেসব জেলা:
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার—এই ১৫টি জেলার উপকূলীয় চর ও দ্বীপাঞ্চল নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিম্নচাপের বর্তমান অবস্থান (২৫ জুলাই সকাল ৬টা):
-
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে
-
কক্সবাজার থেকে ২৬৫ কিমি পশ্চিমে
-
মোংলা থেকে ১৩০ কিমি দক্ষিণপশ্চিমে
-
পায়রা থেকে ১১০ কিমি দক্ষিণপশ্চিমে
আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিম্নচাপটি শুক্রবার বিকেলের মধ্যেই বাংলাদেশের উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে।
বাতাসের গতি ও সাগরের অবস্থা:
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।
সতর্ক সংকেত ও নির্দেশনা:
-
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
-
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌযানসমূহকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
-
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরিস্থিতির ওপর আবহাওয়া বিভাগ নিয়মিত নজর রাখছে এবং নতুন তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।