Monday, January 27, 2025

উপজেলা পরিষদ নির্বাচনে পাংশায় ১০জনের মনোনয়নপত্র দাখিল

উজ্জল হোসেন, পাংশা:   আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে রাজরাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ১৫ এপ্রিল ছিলো মনোনয়রপত্র দাখিলের শেষ তারিখ।

এ নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতি মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আগ্রহী প্রার্থীরা। এ সকল পদে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন, রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রির্টানিং অফিসার মো. অলিউল ইসলাম।

প্রকাশিত তালিকার তথ্য বিবরণীতে জানা যায়, রাজবাড়ী পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন। তারা হলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) ও উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদ হাসান (ওদুদ)।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা সার-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক খান মোহাম্মদ ওবাইদুল হক (টিপু), এ.কে.এম সাইফুল মোর্শেদ, মো. রফিকুল ইসলাম ও হোসেন আলী সরদার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। তারা হলেন, দিলরুবা পারভীন (ইতি), আসমা থাতুন ও সাবরিনা পারভীন।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, ভোট হবে ৮ মে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here