Monday, January 27, 2025

একুশ আমার অহংকার – শেখ রিপন

একুশ আমার অহংকার – শেখ রিপন

আদর্শ লিপির এক একটি বর্ণ
অমর একুশে এক উজ্জ্বল নক্ষত্র
বাচিক শিল্পীর শ্লোগানের ন্যায় পবিত্র ।

কন্ঠ নালীর প্রতিটি কণ্ঠ স্বর
সালাম বরকত রফিক জব্বার
গান আর কবিতার শ্রদ্ধায় মুখরিত শহীদ মিনার।
আমার আদর্শ লিপির প্রতিটি বর্ণে,
জেগে আছে হাজারো শহীদের প্রাণ,
বাংলার প্রতিটি কাব্যই যেন তাদের অবদান ।

পাঠ্য বইয়ের প্রতিটি বর্ণে.. আঁকা যে রঙ
শহীদের রক্ত আজো তাতে করে ঝলমল…
রুদ্ধ বুকে মুক্ত ধ্বনি…
আপন ভাষায় উন্মুক্ত উজ্জল ।

আমি বিকল্প সব বাঁধা ভেঙে…
হয়েছি একুশের রণতরি
আমি অনন্তের সব ভাষা মুছে…
বাঙলায় কথা বলি
আমি ভিনদেশী বর্ণ ঝেড়ে…
স্ব-বর্ণে কাব্য রচি ।

আমি হাতিয়ারের সম্মুখে রাজ পথে নেমে…
বাংলায় গান করি
আমি বুলেটের আঘাত বক্ষে সয়ে…
বর্ণ মালা ছিনিয়ে আনতে পারি
আমি শহীদের রক্ত বুকে মেখে…
মাতমে করি গড়াগড়ি ।

আমি সাতচল্লিশে দুর্ভিক্ষের…
লক লকে অনাহারী
আমি বায়ান্নের ভাষা শহীদের…
ঝড়ে যাওয়া অশ্রু বারি
আমি একাত্তরের স্বাধীনতাকামী…
মুক্তি যোদ্ধার সহ চারি ।

আমি আঁধার রাতে ভাষার মিছিলে…
জলন্ত মশালের অগ্নি
আমি বেনিয়া শাসকের পুড়িয়ে দেওয়া…
উজ্জল বর্ণের রশ্মি
আমি ঘাতকের আঘাত সয়ে…
ছিনিয়ে এনেছি বাংলা ভাষার পত্নী ।

আমি একুশে ভাষা সৈনিকের হুংকার…
যুদ্ধের ময়দানে বিধংসি ট্যাংকের
আমি বিশ্ব কবি রবি ঠাকুরের…
বাংলার অহংকার
আমি নজরুলের বাবরি চুলে…
স্বাধীনতার ঝংকার
আমি জীবনানন্দের রুপসি বাংলার…
সবুজ শ্যামলের তেপান্তর ।

আমি বাঙালি আমি বাঙালি…
বাংলা আমার আমি বাংলার
একুশ আমার চেতনা…
একুশ আমার অহংকার ।

 

-একুশ আমার অহংকার – শেখ রিপন

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here