Monday, March 10, 2025

এখনও ২৮ বছরেও শিশু রিপন

স্টাফ রিপোর্টার:   জীবনের বয়স ২৮ বছর পার হলেও শারীরিক গঠন শিশুর মতো।
মানসিক বিকাশও হয়নি। রিপন মিজি রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের দিনমজুর সহিদ মিজির ছেলে। পরিবারে ছয় ভাইবোনের মধ্যে একমাত্র রিপনই প্রতিবন্ধী।

সরকারিভাবে প্রতিবন্ধী ভাতাও পায় সে। শারীরিক, মানসিক বিকাশ ঘটলেও ঈমানি শক্তি ঠিকই বেড়েছে রিপন মিজির।

শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিয়মিত রোজা রাখার পাশাপাশি বাড়ীর পাশের মসজিদে নিয়মিত নামাজও আদায় করেন রিপন।

রিপনের পরিবারের লোকজন জানান, রিপন মিজি ১৯৯৭ সালে জন্ম গ্রহণ করেন। জন্মের পর স্বাভাবিক ছিল। জন্মের তিন বছর বয়স পার হয়ে গেলেও সে হাটতে ও কথা বলতে পারতো না । তার অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে বাবা-মা ডাক্তার-কবিরাজ দেখান।তাতেও কোন লাভ হয়নি। ৬বছরের পর বয়স বাড়লেও শরীর বাড়েনি রিপনের, হয়নি মানসিক বিকাশ। শিশুদের মত তার চলাফেরা, আচার-আচরণ ও কণ্ঠস্বর । এখনোও খেলাধুলা করেন শিশুদের সাথেই।পরিবারের কাজ , ছাগলের ঘাস কাটা, খেলাধুলা করে সময় কাঠে রিপনের। তবে রিপন রোজা রাখছেন নিয়মিত, নামাজও আদায় করেন । রিপনের একসময়ের খেলার সাথীরা অনেকেই বিয়ে করেছেন, সংসার করছেন ,অনেকেই সন্তানের পিতা। কিন্তু রিপন রয়েই গেলেন যেন সেই শিশু বয়সেই , মধ্যেখানে পার হয়েগেছে দীর্ঘ ২৮ বছর । রিপনকেই শিশুর মত দেখে রাখেন পরিবারের সদস্যরা।

রিপনের মা রহিমা বেগম বলেন, অনেক ডাক্তার-কবিরাজ দেখানো হয়েছে রিপনকে । সবাই বলেছে সে আর  সুস্থ হবেনা। গোসল, খাওয়া, টয়লেটে যাওয়া নিজেই করতে পারে রিপন। বাড়ির গরু-ছাগলের জন্য সে মাঠে গিয়ে ঘাসও কেটে আনে। তবে তার কাজ করতে একটু সময় লাগে। রোজার মাস আসলেই রিপন ৩০ টি রোজা রাখে, নামাজও পড়ে। তবে ওর রাগটা একটু বেশি। যে কারণে আমরা পরিবারের সবাই ওকে শিশুর মতোই ভালোবাসি।
রিপনের প্রতিবেশী মুদি দোকানি সোহেল রানা বলেন, রিপন খুব ভালো ছেলে। বয়স ২৮ বছর হলেও, সে শিশুসুলভ আচরণ করে। আমার দোকানে সে প্রতিদিন একবার হলেও আসে। তবে সে খুব দরিদ্র পরিবারের।

রিপনের বিষয়ে কথা হয় রাজবাড়ী সদর হাঁসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এসএম হান্নানের সাথে । রিপনের ছবি দেখে তিনি বলেন, জন্মগতভাবে হরমোনজনিত সমস্যার কারণে ছেলেটির এই অবস্থা হয়ে থাকতে পারে। তবে তার এই অবস্থার প্রকৃত কারণ জানতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। তার কোন চিকিৎসা আছে কিনা তা পরীক্ষার পর জানা যাবে।’

রিপনের একসময়ের খেলার সাথীরা অনেকেই বিয়ে করেছেন, সংসার করছেন ,অনেকেই হয়েছেন সন্তানের পিতা। কিন্তু রিপন রয়েই গেলেন যেন সেই শিশু বয়সেই , মধ্যেখানে পার হয়েগেছে দীর্ঘ ২৮ বছর । রিপনকেই শিশুর মত দেখে রাখেন পরিবারের সদস্যরা। রিপন এখনোও যেন ২৮ বছরের শিশু ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here