Thursday, April 3, 2025

এবার ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল করবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ

স্টাফ রিপোর্টারঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চলাচল করবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ।

সোমবার (১৭ মার্চ)  বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্নে করার লক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভার সভাপতিত্ব করছেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের বাড়ী ফিরতে ১৭ টি ফেরি এবং ২২টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং দৌলতদিয়া প্রান্তে চালু থাকবে ৩টি ঘাট।
এছাড়া ঘাট এলাকায় যানজট মুক্ত এবং হয়রানি রোধে থাকবে জেলা পুলিশের কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্রাম্যমান আদালতের টিম।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here