Friday, December 27, 2024

এমপিও ভুক্তির দাবিতে রাজবাড়ীতে বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে বিধি মোতাবেক নিয়োগপত্র ও নিয়মিত কর্মরত  ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে প্রধান  উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে ও ঢাকা শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক  ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহ মুজতবা রশীদ আল কামাল, সাধারণ সম্পাদক মোঃ কাওসার হামিদ, অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন ডাঃ আবুল হোসেন কলেজ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

মানববন্ধনে সেলিনা পারভীন, তৃষ্ণা দত্ত, শ্রাবণী কর দুলাল চন্দ্র কর্মকার, সাবিয়া মেরীন,সাঈদা ইয়াসমিন রুবিয়া পারভীন,সিরাজুল ইসলাম, মোঃ সেলিম মিয়া সহ অন্যান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক  রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে ৪৯৫ টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় নিয়মিত কর্মরত  ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে  কোনো বেতনভাতা না দিয়ে এমপিওবিহীন করে রাখা হয়েছে, যা চরম বৈষম্যের নজির। অথচ ডিগ্রি পদের তৃতীয় পদের শিক্ষকরা নীতিমালা না থাকলেও এমপিওভুক্ত হতে পারছেন।উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে এমপিওহীন
ওই শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।তাই অনতিবিলম্বে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবি জানান তারা। এ ছাড়া নেতৃবৃন্দ ঢাকা শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here