Wednesday, January 22, 2025

এশিয়ান সার্ফিংয়ের তৃতীয় রাউন্ডে মান্নান ও হাসান

ঢাকা, ২০ আগস্ট ২০২৪ : মালদ্বীপে অনুষ্ঠিত এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন দুই বাংলাদেশী সার্ফার মোহাম্মদ আবদুল মান্নান এবং মোহাম্মদ হাসান। এটি এশিয়ার বৃহত্তম সার্ফিং প্রতিযোগিতার দ্বিতীয় আসর।

আজ বাসসের সাথে আলাপকালে বাংলাদেশ সার্ফিং দলের কোচ সাইফুল্লাহ সিফাত জানান, ভিন্ন গ্রুপ থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের দুই সার্ফার।
৯.৭৭ পয়েন্ট নিয়ে প্রথম হয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন মান্নান। অন্যদিকে বাই পেয়ে তৃতীয় রাউন্ডে উঠেন হাসান। প্রথম রাউন্ডে ৫.১৪ পয়েন্ট পেয়েছিলেন হাসান।
প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডের পর চতুর্থ রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
এর আগে মালদ্বীপে গত ১৭ আগস্ট এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আবদুল্লাহ রাফিউ প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। এসময় মালদ্বীপ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোবাহ এবং এশিয়ান সার্ফিং ফেডারেশনের সহ-সভাপতি আলিরেজা রোস্তামি ইজ্জাত উপস্থিত ছিলেন।
ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন, চাইনিজ তাইপে, সৌদি আরব এবং ইরানসহ মোট ২০টি দেশ এই আসরে অংশ নিচ্ছে।

এনিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সার্ফিং দল। সার্ফার মান্নান দুইবারই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে হাসান প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।’

সূত্রঃ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here