Monday, December 23, 2024

ঐতিহ্যবাহী ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্র কল্যান সমিতি গঠন

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দের পুরাতন ও ঐতিহ্যবাহী সংগঠন ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি হয়েছে।

কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মেধাবী ছাত্র শুভ ঘোষ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের মেধাবী ছাত্র আয়নাল শেখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জাতীয় জাদুঘরের সহকারি পরিচালক জহিরুল হক লাভলুর নির্দেশে সদ্য বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম ও রিপন মাহমুদের স্বাক্ষরে গত ২০ জুন রাতে কমিটি প্রকাশিত হয়।

কমিটির নব নির্বাচিত সভাপতি শুভ ঘোষ বলেন সংগঠনটিকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।

গোয়ালন্দ থেকে আগত ছাত্রছাত্রীদের হলে সিট ব্যবস্থা করে দেওয়াসহ সকল প্রকার সুযোগ সুবিধা করা সর্বোচ্চ চেষ্টা করবো ।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আয়নাল শেখ বলেন গোয়ালন্দ থেকে ঢাকায় আগত প্রতিটি ছাত্র-ছাত্রীদের নানারকম সুবিধা দেওয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। বিগত দিন গুলো এই সংগঠন গোয়ালন্দের ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করেছে।

আমরাও চেষ্টা করবো তাদের ম্যাস,টিউশন ব্যবস্থা করা এবং সর্বোপরি কল্যাণ সাধনের জন্য।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here