Thursday, December 26, 2024

ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হলো গোয়ালন্দ কাদের মৃধা স্মরণে

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৫ নংওয়ার্ড মুন্সি বাজার এলাকায় আশ্রয় কেন্দ্রের মাঠ প্রঙ্গনে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

নগ্ন পায়ে ঢোলেরে তালে নেচে নেচে অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে লাঠি খেলে লাঠিয়ালরা। চলে লাঠির কসরত।প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। এভাবেই চলে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী লাঠি খেলা।

সোমবার ১৬ অক্টোবর বিকেলে মুন্সি বাজার আশ্রয় কেন্দ্রের মাঠে হাবিবুরসহ স্থানীয় গ্রাম বাসীর আয়োজনে কুব্ব্ত মাতব্বরের সার্বিক তত্বাবধায়নে কাদের মৃধার স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্য বাহী লাঠি খেলা উদ্ধোধন করেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম।দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজাদ সরদারের সভাপতিত্বে সফিকুল ইসলামের সঞ্চালনায় লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডল, ডা. আবুল হোসেন,দেবগ্রাম ইউপি আ. লীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন শেখ,দেবগ্রাম ইউপি ৪ নং ওয়ার্ড সদস্য নুরাল, আয়ুব আলী খান,দেবগ্রাম ৫ নং ওয়ার্ড আ. লীগের সাধারন সম্পাদক নিজাম মোল্লা প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here