Wednesday, January 22, 2025

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে দুই দিন ব্যাপী প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে

আমিরুল হক : ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে দুই দিন ব্যাপী প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

খুলনা বিভাগীয় শহরের শের-এ বাংলা সড়কস্থ বুরো বাংলাদেশের বিভাগীয় কার্যালয়ের অডিটোরিয়ামে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এইড ফাউন্ডেশনের সহায়তায় প্রোমোটিং সিটিজেনস্ পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন প্রকল্পের আওতায় “দুই দিন ব্যাপী প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের ট্রেইনার মোঃ আব্দুস সবুর ও প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম জুয়েল এবং শেষ দিনে প্রশিক্ষণ প্রদানে অংশ গ্রহণ করে ওয়েভ ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর কানিজ ফাতেমা ।এ সময় প্রশিক্ষণ গ্রহণ করছেন খুলনা ইউনিভার্সিটির শিক্ষারর্থী সাদমান, কানিজ, শাকিল, মিম,পুতুল,শিমুল, শুভ,আজাদ,স্বরুপ, নাজিফা,বিথী খুলনা অঞ্চলের ও এইড ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরীতে ১০ জন প্রতিনিধিসহ ২৮ জন প্রতিনিধি।মঙ্গলবার থেকে এইড ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলা থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন বিভিন্ন ক্যাটাগরীতে ১০ জন প্রতিনিধি এরা হলেন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে জেলা মানবধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান টুকু ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ তহুরা খাতুন, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন মাষ্টার ও জজ কোটের আইনজীবী মোঃ নাছির উদ্দীন বিশ্বাস,নাগরিক সংগঠনের প্রতিনিধি পদ্মা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান ও ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোছাঃ সুরাইয়া বেগম, জেলার একমাত্র গণমাধ্যম প্রতিনিধি হিসাবে অংশ গ্রহণ করে বসির আহাম্মেদ, সমাজকর্মী এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোঃ হাসিবুল হক,পদ্মা ইয়োথ ইনিশিয়েটিভের সহ-সমম্বয়কারী মোঃ আকিমুল ইসলাম ও নারী প্রতিনিধি ইয়োথ জলবায়ু উন্নয়ন সংস্থার সহ-সমম্বয়কারী মোছাঃ শিরিনা সুলতানা।

উল্লেখ্য,ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এইড ফাউন্ডেশনের সহায়তায় দুই দিন ব্যাপী প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ জেলার ১০ জন এইড ফাউন্ডেশনের তত্ত্বাবধানেসহ সর্বমোট ২৮ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here