নেহাল আহমেদ,রাজবাড়ীঃ কদম ফোটে বর্ষায়। কিন্তু এই নভেম্বরের শীতেও কদমগাছে ফুল ফুটেছে। রাজবাড়ী বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সবুজ পাতার ভেতরে ফুটে থাকা কদমের।
রাজবাড়ী শহরের প্রধান সড়ক সহ জেলার বিভিন্ন রয়েছে কদমগাছ। সেখানে চোখে পড়ে ফুটে থাকা ফুল আর শোনা যায় পাখির কিচিরমিচির শব্দ। শিশু-বৃদ্ধ সহ অসময়ের এই কদমফুলের সৌন্দর্য উপভোগ করছে।স্কুল পড়ুয়া ছেলে মেয়ে এই ফুল পাড়ার চেষ্টা চালাচ্ছে। প্রকৃতির পরিবর্তনে প্রকৃতি অনেকটা বদলেছে। বর্ষা দীর্ঘায়িত হয়েছে, সঙ্গে গরমও থাকছে। সংক্ষিপ্ত হয়েছে শীত।
তাই শীতের অদ্ভুত চমক হয়ে উঠেছে কদম ফুল। আবহাওয়া পরিবর্তনে সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে।প্রকৃতির প্রতি নির্মম না হওয়ার জন্য প্রকৃতি প্রেমিরা মনে করেন।
ছবি- লেকপাড়া,বিনোদপুর, রাজবাড়ী।