তোমার নামেই-
তাহমিনা মুন্নী
———————————-
রাতভর উর্বসী ভাবনারা খেলে যায়
রবির প্রথম আলোয় জীবন হোক মধুময়
আমিও বন্ধু তোমার সেই আলোয় দেখি মুখ
তোমার খুশিটুকু আজ আমার চিরসুখ!!
তোমার নামেই নীল জোছনায় এক ফালি ওই চাঁদ
সব আঁধার মুছিয়ে দিয়ে ঘুচায় অবসাদ।
সেই আলোতে পথ চলি তাই কাটিয়ে সংশয়
তোমার কাছেই আমার যত কথা সঞ্চয়।।
নীল জোছনায় বসে লিখি প্রেমের উপাখ্যান
বেঁধেছি ওই কুজ্ঝটিকায় ছোট্ট ফুল বাগান
বীজ বুনেছি ভালবাসার দুঃখ সুখের ভেলা
নামনা জানা পুস্পরাজির অন্যরকম খেলা।।
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে মায়াময় জাল বোনা
অপেক্ষারই প্রহরটুকু তোমার নামেই গোনা।।
তোমার নামেই হৃদয়ে ফোটে হাস্নাহেনা ফুল
জুঁই চামেলি চম্পা কলি সুগন্ধ বকুল।।