Sunday, November 17, 2024

কবিতা:এখন আমি চিনতে পারি

এখন আমি চিনতে পারি -তাহমিনা মুন্নী
এখন আমি চিনতে পারি চোরাবালি, মাটি।
এখন তোমার মনের তীরে গুনে গুনে হাঁটি।
এখন আমি বেশতো বুঝি সন্ধি, সমাস, ধ্বনি।
শব্দ-কথার বিভক্তিরূপ, বিরাম চিহ্ন খানি।
কোথায় কেমন অলুক থাকো। কোথায় ছন্দশীল।
উৎপাদকে ভাঙতে থাকো।অংক তোমার মিল।
জারণ কিংবা বিজারণের সূত্র-সংকেত বুঝি।
মোনের ফিশন -ফিউশনের কার্যকারণ খুঁজি।
কোন মেঘে বিজলি থাকে, কোন মেঘেতে ছায়া।
কোন হাতে যে পূজোর ফুল, কোনটা মেকি, মায়া।
এখন আমি চিনতে পারি লগ্ন, তিথি, কাল।
পরখ করে বুঝতে পারি টক না মিষ্টি-ঝাল।
এখন আমি ভালোই চিনি কোন সাপে কী লাঠি।
কখন কোথায় ছোঁয়াও তুমি সোনা-রূপোর কাঠি।
ঠেকে- ঠকে খুব শিখেছি বণ্টননামা, ধারা।
তোমার কোর্টে হাজিরা দেই সমন-নোটিশ ছাড়া।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here