Sunday, December 22, 2024

কবিতা : আমারও ইচ্ছে হয়

কবিতা : আমারও ইচ্ছে হয়

আমারও তো ইচ্ছে হয় পাখির মত উড়ে বেড়াই নীল আকাশে…

ইচ্ছে হয় বৃষ্টির জলে স্মান করিতে বাস্প ডানায়

সোয়ার হয়ে মেঘের মত আকাশ ছুঁয়ে…

বৃষ্টি হয়ে নুপুর পায়ে মন নাচাতে ।

আমারও তো ইচ্ছে হয়

তোমার সাথে দীর্ঘ পথে

হাটার ফাঁকে যুগল সন্ধির বাসর গড়তে ।

ইচ্ছে হয় পাঁজর ডানায় আঁকড়ে ধরে অনন্তকাল পারি দিতে…।

ইচ্ছে হয় ঘামের ঘ্রাণে আলতো ছুঁয়ে যাই হারিয়ে দেহের তীরে…

খোলা আকাশে তারার থালায় ফুল কুঁড়িয়ে জ্যোৎস্নার সুতঁই মালা গাঁথি…

ইচ্ছে হয় জোনাক আলোর টিপে পড়িয়ে ভিরু ঠোঁটে চিবন দিতে।

আমারও তো ইচ্ছে হয়…

ঠিক যেমনটা তোমার ভাবনায়

বিরাজময় ফিসফিস কথোপকথন…

উষ্ণ ছোঁয়ায় বরফগলান,

লুকোচুরি আর হৃদয় হরণ মধ্যরাতে উতাল গাঙের ঢেউয়ের চুম্বন

ঠিক যেখানে পাহাড় কুলের হয়েছে মিলন ।

আমারও তো ইচ্ছে হয়, হারানো সেই নদীর ধারে

যেথায় স্মৃতির কলসি ভরে ভাসিয়ে দিতাম

জল তরঙ্গের অথৈই ভিড়ে।

এখনোও তো ইচ্ছে করে যেমন করে

পানসী নায়ের রঙিন পালের রশির গীঁড়েই বাঁধিতে মোর বাহুডোরে ।

এখনোও খুব ইচ্ছে হয়

ফিরে যেতে বাল্যকালে দুষ্টুমি আর খেলার দলে মাঠ পেরিয়ে

রোদের তাপে তৃষ্ণার ছলে জল পিয়াসে…

দেখতাম তোমায় চুপেচুপে।

আজো কেন ইচ্ছে করে বদ্ধ ঘরে চুপটিসারে…

একলা তোমায় উদাস ভারে ঝাপটা ডানার আলিঙ্গনে…

হারিয়ে যেতাম দুজন মিলে মন পবনের দীঘল বনে ।

ইচ্ছে করে প্রদীপ জ্বেলে দেখি তোমায় আরশি কোনে

মেঘলা কেঁশে কাজল চুষত দু’নয়নে,

বেলি ফুলের বাতায়নে…

যেমন করে মৃগহরিণ লুকাই কোলে ।

তেমনি ঠিক আজো আমি স্বপ্ন যোগের ডাক

পিয়নে বার্তা পাঠাই হৃদ গহনে ।

পদ্ম নীলে ডুবলে হিয়া…

জ্যোৎস্না পোসর গায় পড়িও ঘামের জলে

স্মান করিও ঘুমের মাঝে

একলা জেগো ইচ্ছে হলেই

একলা কেঁদো শুধু,

দুঃখ গুলো আমায় সেঁধো ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here