Monday, November 18, 2024

কবিতা – গ্রহণ করো সবটুকু ভালো

গ্রহণ করো সবটুকু ভালো
তাহমিনা মুন্নী
♣আমি চিরটা কাল কবিতাকে
ভালবেসে সখা করে
বুকের নি:শ্বাস দিয়ে খুঁজেছি।
নীল আকাশে চেয়ে চেয়ে
নি:শব্দে মালা গেঁথে
বেদনার রংগুলো
নীল দীঘির জলে ধরেছি।
আর কবিতাকে ভালবেসেছি।
যখন চারিধারে দুর্গন্ধ আভাসে
নি: শ্বাসমূল আষ্টেপৃষ্ঠে
আমায় নিমিষেই করেছে
অস্বস্তিকর
কবিতায় পেয়েছি জীবনের আশাবাদ।
কবিতা আমার বিশুদ্ধ বাতাসে
শব্দ মালার চাষাবাদ।
আজ যা চয়ন লেখনশৈলী
চেতনায় করি গাহন
তোমাদের তরে পূর্ণতা পাক
শূণ্য হোক মোর বাহন।
এ ডালি খানি নয়ত আমার
রেখো তোমাদের করে
আজ যে কাব্য সূচিত হলো
আমার আপণ নীড়ে।
যে পথে এই স্বপ্ন আগুয়ান
আগামীতে জ্বেলো তোমরা আলো
ভুল গুলো সব আমায় দিয়ে
গ্রহণ করো সবটুকু ভালো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here