Saturday, December 21, 2024

কবিতা: প্রেমের প্রথম বেলায়- তাহমিনা মুন্নী

প্রেমের প্রথম বেলায়।
তাহমিনা মুন্নী
********************
রাখিনি চোখে চোখ মুখে বলিনি ভালবাসি
হয়নি প্রেমালাপ গোচরে অগোচরে।
প্রেমের প্রথম বেলা কেটেছে হেলায় হেলায়।
মনের গহনলোকে নির্জনে কত কথা
মনে পড়ে তোমায় পৃথিবীর শেষ বেলায়।
বলিনি তুমি তুমি রাখিনি হাতে হাত
বাঁধিনি বাহুডোরে প্রেম প্রনয়নে
অথচ তোমায় ভেবে কেটেছে দিন রাত।
হৃদয় সঙ্গপনে অলক্ষে তোমায় ঘিরে
আমার স্বপ্নলোকে বেঁধেছি খেলাঘর।
স্মৃতির পাতা খুলে বিভোর আনমনে
মনের অন্তরালে ভালবাসার স্বপ্ন বুনে
খুঁজেছি তোমায় কত প্রেমের প্রথম বেলায়।।
ভাবনার করিডরে কত জাল বুনে যাই
মনের দরজায় আজও সেই করাঘাত।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here