রাজবাড়ীতে করোনাভাইরাস সংক্রামক ব্যাধি (কোভিড-১৯) প্রতিরোধে জেলার বিভিন্ন যায়গায় অভিযান অব্যাহত রয়েছে । তারই ধারাভিকতায় ৯ই জুলাই(শুক্রবার) সকাল ১১টার দিকে শহরের প্রধান সড়ক,কলেজ রোড,পৌর ইংলিশ মার্কেট ও কাপড় বাজার মোড়ে মোবাইল কোর্ট পরিচালিত। এ অভিযানে সরকারী আইন মানা ও স্বাস্থ্য বিধি পালনে জনগনকে নির্দেশ দেওয়া হয় ।
এ সময় সরকারী কাজে সহযোগিতা না করা এবং আইন অমান্য, স্বাস্থ্য বিধি লংঘন এবং মাস্ক ব্যবহার না করায় ৩জন ব্যাক্তিকে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৩শত টাকা ও ১৮৬ ধারায় ২জনকে ১ হাজার টাকা সহ মোট দুই হাজার তিনশত টাকা জরিমানা আদায় করা হয় । রাজবাড়ী জেলা প্রশাসনবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে অভিযানে রাজবাড়ী সিভিল সার্জনের স্যানিটারি ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম সহায়তা করে।