করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ব্যাক্তিগত উদ্যোগে রাজবাড়ীতে কর্মহীন হয়ে ১৫ হাজার পরিবারের মধ্যে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শিল্পপতি কাজী ইরাদত আলী নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে চলাচলে বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে রাজবাড়ীতে কর্মহীন অসহায় মানুষের মানবিক সহায়তা প্রদান ও এবারও নিজস্ব উদ্যোগে এগিয়ে এসেছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শিল্পপতি কাজী ইরাদত আলী।
মানবিক সহায়তার অংশ হিসেবে কাজী ইরাদত আলী ১৮ই জুলাই (রোববার) রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৫ হাজার কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেন।
স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধাস্থ্য গোল্ডেশিয়া জুট মিলস চত্তরে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরনের উদ্ভোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে রাজবাড়ী এন এস আই ডিডি মোঃ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড, সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, গোয়ালন্দ পৌর সভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
পরে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট ট্রাক যোগে ১৮ টি ইউনিয়নে ও ২ টি পৌরসভা এলাকায় পাঠিয়ে উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে অসহায় মানুষের দোর গোরায় বাড়ী বাড়ী পৌছে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শিল্পপতি কাজী ইরাদত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন জাতির এ ক্লান্তিলগ্নে আমাদের দলের মধ্যে যারা বিত্তবান রয়েছেন এবং সামর্থ্য আছে তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর এ আহ্বানে সারা দিয়ে আমি ২০২০ সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বিপন্ন মানুষের পাশে রয়েছি । করোনা মহামারী মহামারী মানুষকে ইতিহাসের এক চরম বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবিলা করে যাচ্ছে। করোনাযুদ্ধে জয়ী হতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানুষের পাশে থেকে করোনা করোনার বিস্তার রোধে কাজ করে যাচ্ছি।
কাজী ইরদত আলী আরো বলেন, রাজবাড়ী জেলা সদর হাঁসপাতাল ও কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর চিকিৎসা সেবায় সহযোগীতার জন্য ইতিমধ্যে আমার পক্ষ থেকে ১২ জন কর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগ প্রদান করেছি। করোনা আক্রান্ত রোগীদের জরুরী অক্সিজেন সেবা প্রদান, খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সেবা দ্রুত পৌছানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন”কে একটি মাইক্রো বাস প্রদান করেছি। এছাড়াও রাজবাড়ীতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর থেকে রাজবাড়ীতে করোনা বিস্তার রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী,মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ, জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, রাজবাড়ীতে করোনা মহামারিতে প্রশাসন এবং যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন স্ব-উদ্যোগে চিকিৎসা সেবায় সহায়তা করা সহ অসহায় মানুষের পাশে রয়েছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ জানাচ্ছি। সামাজিক দুরুত্ব বজায় রেখে এবনহ ঘরে থেকে সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো ইনশাল্লাহ ।