Thursday, January 9, 2025

কল দিলেই দরজায় হাজির হবে পাংশা ছাত্রলীগের সহায়তা

মানবতার সেবায় পাংশা উপজেলা ছাত্রলীগ, করোনা মোকাবিলায় ২৪ ঘণ্টা পাশে আছি।‘ এই স্লোগান নিয়ে মাঠে নেমেছে ‘হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি’। অনলাইনে কল দিলেই সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের দরজায় হাজির হবেন ‘হ্যালো পাংশা ছাত্রলীগ বলছি’ নামে সেবা সংগঠনের সদস্যরা।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নির্দেশনায় ও তার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় এবং উপজেলা ছাত্রলীগের পরিচালনায় (পরিচালিত) হবে ‘হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি’। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলা ডাকবাংলোর সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় এ সভায় ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী দুই আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম, জেলা পু‌লিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসনাত আল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর গণ, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ূন কবির শাকিল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।

কল দিলেই জরুরি সেবা অক্সিজেন, টেলিমেডিসিন, ডাক্তার, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা নিয়ে সাধারণ মানুষের দরজায় হাজির হয়ে যাবে ‘হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি’ নামে সংগঠনটি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here