Monday, April 28, 2025

কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে জনতার ওপর গাড়ি, বেশ কয়েকজন নিহত

ঢাকা : কানাডার ভ্যাঙ্কুভার শহরে শনিবার রাস্তায় একটি উৎসবে ভিড়ের মধ্যে একজন চালক গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ এএফপিকে একথা জানিয়েছে।

মন্ট্রিয়েল থেকে এএফপি জানায়, ভ্যাঙ্কুভার পুলিশ এক্স-এ পোস্টে বলেছে, ‘অনেক লোক নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ঘটনায় চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক্স-এ পোস্ট করেছেন, লাপু লাপু দিবস উদ্‌যাপনের জন্য ফিলিপিনো সম্প্রদায়ের সদস্যরা জড়ো হয়েছিল তখন ঘটনাটি ঘটে।

১৬ শতকের একজন ফিলিপিনো উপনিবেশ বিরোধী নেতাকে স্মরণ করে এই উৎসব। লাপু-লাপুকে স্প্যানিশ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করা প্রথম আদিবাসী ফিলিপিনো হিসেবে বিবেচনা করা হয়।

সিম আরও লিখেছেন, ‘এই অবিশ্বাস্যরকম কঠিন সময়ে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়সহ জনতার ওপর হামলায় আমরা মর্মাহত।’

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার কিছু পরে নগরীর সানসেট অন ফ্রেজার পাড়ায় এ ঘটনাটি ঘটে।

সূত্রঃ ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here