Friday, November 22, 2024

চারকোল কারখানার ধোঁয়ায় দেড়শতাধীক মুরগী মৃত‍্যূর অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চৈতে ভীমনগর খোর্দ্দ মেগচামী গ্রামে গত (২৭ মার্চ) রবিবার সন্ধ্যায় ছাইয়ের কারখানার কালো ধোঁয়ায় পাশের পোল্ট্রী ফার্মের দেড়শতাধীক মুরগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মুরগী ফার্মের স্বত্মাধিকারী মোঃ মিজানুর রহমান জানান, আনুমানিক তিন একর জমির উপর প্রাণী সম্পদ অধিদপ্তরের রেজিস্ট্রেশনকৃত চাঁদ এগ্রো ফার্মে দীর্ঘদিন ধরে পোল্ট্রী মুরগী পালন করছি। প্রতিটি মুগীর দুই থেকে তিন কেজি ওজন হয়েছে। যা হাট বাজারে বিক্রয়ের উপযোগী হয়ে উঠেছে। আমার চাঁদ এ‍্যাগ্রো ফার্মের অতি নিকটে থাকা ছাই তৈরীর কারখানার ছাইয়ের কালো ধোঁয়ায় আমার ফার্মের দেড়শতাধীক মুরগীর মৃত্যু হয়েছে। এতে আমার কমপক্ষে ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ওই ছাইয়ের কারখানার জন্য এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না।

এলাকার বেশ কয়েকজন বলেন, এই ছাঁই কারখানার কালো ধোঁয়ায় অনেকেরই শ্বাস কষ্ট হচ্ছে। যেহেতু শুনেছি কারখানা কর্তৃপক্ষ অনুমোদন নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত করছে। এখানে কিছুই বলার থাকে না।

মুন এগ্রকোল ইন্ডাস্ট্রিজ এর মালিক মুক্তার খান জানান, আমি পরিবেশ অধিদপ্তরে আবেদন করে পরিবেশ সম্মত ভাবে ছাইয়ের কারখানাটি স্থাপন করে অল্প কিছুদিন ধরে ছাই তৈরীর কাজ শুরু করেছি মাত্র। এই ছাইয়ের কারখানার কালো ধোয়ার কারণে না অন্য কোনো কারণে মুরগী মারা গেছে সেটা পরীক্ষা করলে প্রকৃত কারণ উদঘাটিত হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here