- রাজবাড়ীর কালুখালীতে ২০২১-২০২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে উপজেলার হরিণবাড়ীর বাজারে সচেতনতা মূলক সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী মৎস্য কর্মকর্তা শাহ রিয়ার জামান সাবু,মহেন্দ্রপুর পুলিশ ফাড়ি এস আই ফারুক হোসেন,ইউপি সদস্য বিল্লাল হোসেন,সংরক্ষিত মহিলা সদস্য দিপালী খাতুন,জেলে প্রতিনিধি আলোক কুমার বিশ^াস প্রমুখ।
উল্লেখ্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুম,এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ,সংরক্ষণ,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পুর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের কারাদন্ড অথবা ৫০০০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ,গণমাধ্যমকর্মী, মৎস্যজীবি,মৎস্যচাষী সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।