উজ্জল হোসেন: রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(২৬ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর গোয়ালন্দ অভিমুখী সাটেল ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর ব্রীজে আসলে রেললাইনের উপর দাড়িয়ে থাকা সাফিন (১৮) নামের এক যুবকে ছেড়ে আসা ট্রেনটি ধাক্কা দিলে সে ঘটনা স্থালে মারা যায়।
জানা যায়- সাফিন নামের ছেলেটি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মিলনের ছেলে।
এবিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিশ্বজিৎ ঘোষ বলেন- আমি ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন এবং মৃত্যু ব্যক্তির আপন চাচার মাধ্যমে জানতে পেরেছি যে, সে রেল লাইনের উপর চলাফেরা করছিল। এই মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি বিষয়টা তদন্তধীন আছে তদন্ত শেষে সঠিক কারণ বলা যাবে।’