Sunday, December 22, 2024

কাল থেকে ১২থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড -১৯ টিকাদান কার্যক্রম শুরু

★★বিশেষ ঘোষণা ★★

আগামীকাল ৬ ডিসেম্বর, ২০২১ থেকে রাজবাড়ী জেলায় শুরু হতে যাচ্ছে ১২ বছর হতে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীদর জন্য ফাইজার( pfizer) কোভিড -১৯ টিকাদান কার্যক্রম। এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষণীয় :

✅ বর্তমানে শুধুমাত্র জেলা সদর হাসপাতালে ফাইজার টিকাদান কার্যক্রম পরিচালিত হবে
✅সকল শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে জেলা শিক্ষা অফিসের সাথে সমন্বয় করে ফাইজার কোভিড ভ্যাক্সিন গ্রহণ করতে হবে
✅ভ‍্যাক্সিন নেয়ার আগে জন্ম নিবন্ধন নম্বর ব‍্যবহার করে সুরক্ষা অ‍্যাপস এ নিবন্ধন করতে হবে।
✅নিবন্ধন না করতে পারলে অবশ্যই
জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি ও ০২ কপি টিকা কার্ড (শিক্ষা প্রতিষ্ঠানে নমুনা দেয়া আছে )পূরণ করে নিয়ে আসতে হবে।
✅বিদেশ যেতে চাচ্ছেন এমন ব‍্যক্তিবর্গ ও পূর্বে অন্য কোন টিকা না নিয়ে থাকলে প্রবাসী সনদ প্রদর্শনপূর্বক সদর হাসপাতাল, রাজবাড়ী থেকে এই ভ্যাক্সিন নিতে পারবেন।
✅জেলা হাসপাতাল রাজবাড়ী কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্ম টিকাদান কার্যক্রমও যথারীতি চলমান থাকবে।
❌❌পূর্বে অন্য কোন কোভিড-১৯ টিকা ( অ্যাস্ট্রজেনেকা/ সিনোফার্ম/ মডার্না) গ্রহণ করে থাকলে পুনরায় এই টিকা গ্রহণ করা যাবেনা❌❌
কোভিড অতিমারি প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ‍্যাক্সিন নেয়ার অনুরোধ করা হলো।

ডা. ইব্রাহিম টিটন
সিভিল সার্জন
রাজবাড়ী

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here