Saturday, December 21, 2024

কেজিতে বিক্রি করায় তরমুজ ব্যাবসায়ীকে জরিমানা

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় কেজিতে তরমুজ বিক্রি করা যাবে না, রমজান মাসে সকলেই সহনশীল হবেন, ক্রেতাদের ঠকানো যাবে না।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পাংশা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে এসব কথা বলেন। এসময় কেজি দরে তরমুজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় অসাধু ৯ (নয়) জন ব্যবসায়ী ও আড়ৎদারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন- কেজিতে তরমুজ বিক্রি না করে পিস হিসেবে বিক্রি করার নির্দেশ দেন। অসাধু ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ভ্রাম্যমান আদালত পরিচালনার সহযোগিতা করেন পাংশা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here