- কয়লা ভিত্তিক জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়ন যোগ্য জ্বালানী প্রসারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টা থেকে সচেতন নাগরিক কমিটির উদ্যেগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর সভাপতি অধ্যাপক মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, সিদ্দিকুর রহমান, সাইদা খানম, লুৎফর রহমান লাবু প্রমুখ।অধ্যাপক নুরুজ্জামান বলেন ২০৫০ সালের মধ্যে নেট জিরো গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ করার প্রকল্প বাস্তবায়ন এবং নবায়ন যোগ্য জ্বালানী ব্যবহার করতে হবে সাবেক রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন রামপালে বিদ্যুত কেন্দ্র চালু হলে বিশ্ব ঐতিয্যের সুন্দর বন বিপর্যয়ের মধ্যে পড়বে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে দেশগুলো জীবাশ্ম জ্বালানি আহরণ ও ব্যবহার কমানোর কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশও হাটছে উল্টো পথে। রামপাল, মাতারবাড়ী, বাশখালীসহ মোট ১৯টি কয়লা ও এলএনজি ভিত্বিক প্রকল্প হচ্ছে উপকুলীয় জেলায়। ফলে উপকুলীয় জেলার দেড় কোটি মানুষের জীবন জীবিকা হুমকীতে ফেলবে।