Monday, December 23, 2024

খুলনাকে উড়িয়ে রেকর্ড গড়লো ইমরুলের কুমিল্লা

খুলনাকে উড়িয়ে রেকর্ড গড়লো ইমরুলের কুমিল্লা। ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৬ রান তুলে ফেলেছিল খুলনা টাইগার্স। মনে হচ্ছিল তুমুল লড়াই হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচটিতে। কিন্তু উল্টো হেসেখেলে সহজ জয় পেয়েগেলো কুমিল্লা।

দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হেনে দুই ওপেনারকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান এর দুর্দান্ত বোলিং। সেই যে শুরু! আর ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে গেছে মুশফিকের দল। আর ইমরুলের কুমিল্লা পেয়েছে ৬৫ রানের রেকর্ডগড়া জয়।

খুলনাকে উড়িয়ে পাওয়া এই জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে কুমিল্লা। পাশাপাশি তাদের শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফ খেলাও নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে খুলনা। শেষ ম্যাচে তাদের সামনে জয়ের বিকল্প নেই।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here