Saturday, February 8, 2025

গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে ৬ জেলার কর্মরত সাংবাদিকদের আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: গতকাল (৬ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের কমিশন প্রধান কামাল আহম্মেদের সাথে ছয় জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আখতার হোসেন, বেগম কামরুন্নেসা হাসান, গণমাধ্যম সংস্কার কমিশনের উপসচিব কাজী জিয়াউল বাসেত, সহকারী সচিব মোঃ রাশিদুল করিম, ওবায়দুল হক, সহকারী পরিচালক মোঃ আব্দুল মমিন ও প্রসাশনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এই সেমিনারে অংশ গ্রহণ করেন।

সেমিনারে সাংবাদিকরা তাদের কর্মস্থলে সংবাদ সংগ্রহে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ও নানান বৈষম্যের বিস্তর তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি গণমাধ্যম সংস্কার কমিশনের কমিশন প্রধান কামাল আহমেদ তার বক্তব্যে বলেন, মফস্বল পর্যায়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঢাকা আর মফস্বলের সংবাদ কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধাদিতে একটা বৈষম্য রয়েছে, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধে গনমাধ্যমে সংস্কার কমিশন বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। যা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে বলে আশা রাখছি। সাংবাদিক পেশায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সাংবাদিক নিয়োগ নীতিমালা সংস্কার করা হবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here