স্টাফ রিপোর্টার: দেশে শীতের তীব্রতা বেড়েই চলছে । এ সময় সবচেয়ে কষ্টে দিন কাটাচ্ছে শিশু, বৃদ্ধ সহ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। যাদের শীত নিবারণের ব্যাবস্থা নেই তেমন। এমন অবস্থায় গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা । জেলার বিভিন্ন গ্রামে গভীর রাতে শীতার্তদের পাশে দাড়াচ্ছেন তিনি।
গত ২০শে ডিসেম্বর রাতে রাজবাড়ী জেলার আলীপুর, কুটিরহাট ও শহীদওহাবপুর এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষ এবং কাজীকান্দা পীঠতলার মাঠ এলাকায় হতদরিদ্র গৃহকর্মীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল,রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ রাজবাড়ীর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
