Sunday, January 12, 2025

গরুর ঘর থেকে ইয়াবা উদ্বার -দুইজন আটক 

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আজিজুল বেপারী ও হোগলাডাঙ্গী গ্রামের মিজান শেখ।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আজিজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির গরুর ঘর থেকে ওই দুই মাদক ব্যবসায়ী পালানো চেষ্টা করে।

তাদেরকে হাতেনাতে আটক করার পর গরুঘরে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত তিন লাখ ৮২ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফপ্তার করেছে পুলিশ

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here