রাজবাড়ীর বালিয়াকান্দিতে গরুর চামড়া ২০০ টাকা থেকে ১৫০ টাকা ও ছাগলের চামড়া ১০ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার চামড়ার দাম নির্ধরান করে দিলেও গ্রামাঞ্চলে পড়েনি তার প্রভাব।বুধবার কোরবানীর পরই দেখাযায় মৌসুমী চামড়া ব্যবসায়ীরা বাড়ীতে বাড়ীতে গিয়ে চামড়া সংগ্রহ করছেন। এমন একজন মৌসুমী চামড়া ব্যবসায়ী আতিয়ার রহমান চামড়া ক্রয় করছেন। তিনি বলেন, ভালো মানের গরুর চামড়া হলে ২০০ টাকা, তাও ষাড় হতে হবে। বকনা হলে ১৫০ টাকা বা ১০০ টাকা। ছাগলের খাসি হলে ৫০ টাকা আর বকড়ি হলে ১০ টাকা মূল্যে ক্রয় করছি। তারপরও লাভ হবে কিনা জানি না। এছাড়াও বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিং কর্তৃপক্ষ চামড়া সংগ্রহ করছে।
মিন্টু বিশ্বাস বলেন, আমার লাল রংয়ের গরুর চামড়া ১৫০ টাকায় বিক্রি করেছি।আব্দুর রাজ্জাক বলেন, আমার একটি ছাগলের চামড়া ৪০ টাকা দিয়েছে। তবে সরকার চামড়ার দাম নির্ধারন করে দিলেও সস্তায় বিক্রি হচ্ছে চামড়া।