Wednesday, July 16, 2025

গুগল, হার্ভার্ড ও এমআইটি সহ শীর্ষ প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে ১০টি কোডিং কোর্স – ঘরে বসেই শিখুন!

অনলাইন ডেস্কঃ বর্তমানে কোডিং শুধু প্রযুক্তি পেশাজীবীদের জন্য নয়, বরং সকল পেশার মানুষের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দুনিয়ায় নিজেকে দক্ষ করে তুলতে চাইলে এখনই সময় কোডিং শেখার। আর তাই গুগল, হার্ভার্ড, এমআইটি, মাইক্রোসফটসহ বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলো ২০২৫ সালকে সামনে রেখে শুরু করেছে এক যুগান্তকারী উদ্যোগ — বিনামূল্যে অনলাইন কোডিং কোর্স।

নিচে ১০টি আকর্ষণীয় কোর্সের তালিকা, যা আপনি এখনই শুরু করতে পারেন:

📚 বিশ্বসেরা ১০টি বিনামূল্যে কোডিং কোর্স
CS50’s Intro to Python – হার্ভার্ড ইউনিভার্সিটি
নতুনদের জন্য পাইটন ভাষা ও প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা শেখায়।

R Programming Fundamentals – স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
ডেটা অ্যানালাইসিস ও একাডেমিক রিসার্চে আগ্রহীদের জন্য R ভাষা শেখার কোর্স।

Intro to Computer Science using Python – এমআইটি
প্রোগ্রামিংয়ের পাশাপাশি অ্যালগরিদম ও সমস্যা সমাধানের কৌশল শেখায়।

Programming Basics – আইআইটি বম্বে
নির্দিষ্ট ভাষার বাইরে গিয়ে প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি শেখায়।

Programming for Everybody – ইউনিভার্সিটি অব মিশিগান
সহজভাবে Python শেখা যায় – গাণিতিক জটিলতা ছাড়াই।

C Programming Foundations – ডার্টমাউথ কলেজ
যারা সিস্টেম লেভেলের বোঝাপড়া গড়তে চান তাদের জন্য C ভাষার ওপর ভিত্তিক কোর্স।

Learn Python through Minecraft – মাইক্রোসফট
গেমিংয়ের মাধ্যমে মজায় মজায় Python শেখার অনন্য উদ্যোগ।

Learn Java on Azure – মাইক্রোসফট
জাভা ফ্রেমওয়ার্ক ও Azure প্ল্যাটফর্মে কাজ শেখানো হয়।

Teaching Coding with Scratch – ইউনিভার্সিটি অব শিকাগো
স্কুল শিক্ষার্থীদের শেখাতে ইচ্ছুক শিক্ষক বা অভিভাবকদের জন্য স্ক্র্যাচ কোর্স।

Python Basics for Beginners – গুগল
একেবারে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাইটনের পূর্ণাঙ্গ শুরু।

🎓 কেন এই কোর্সগুলো করবেন?
✅ সম্পূর্ণ অনলাইন, সেলফ-পেসড
✅ বিনামূল্যে শেখার সুযোগ
✅ বিশ্বমানের ইন্সট্রাক্টর
✅ সার্টিফিকেট (কিছু ক্ষেত্রে)
✅ চাকরির বাজারে বাড়াবে দক্ষতা

🕒 এখনই সময় নিজেকে গড়ে তোলার
আপনি যদি প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, বা ভবিষ্যতের চাকরি বাজারে নিজেকে এগিয়ে রাখতে চান — তাহলে কোডিং শেখার এই সুযোগ হাতছাড়া করবেন না। বিনামূল্যে এই কোর্সগুলো করে আপনি বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারেন একদম ঘরে বসে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here