Sunday, December 22, 2024

গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর পরির্দশন ও সুফলভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শন, খাদ্য সামগ্রী বিতরণ ও গাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার সকাল থেকে দিনভর উপজেলার জঙ্গল ও ইসলামপুর ইউনিয়নের নির্মিত ঘর পরিদর্শন, সুফলভোগীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও ঘরের সামনে ফলদ গাছের চারা রোপন করেছেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্না রানী সাহা। এসময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানসহ সাংবাদিক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় পরিদর্শনকালে তিনি ঘর নির্মাণে সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here