Monday, December 23, 2024

গোয়ালন্দে আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ :  বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মার্চ) বিকেলে আওয়ামী যুবলীগের উদ্যোগে আ.লীগের কার্যালয় থেকে বিশাল এক মিছিল বের হয়ে গোয়ালন্দ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ চত্তরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. শওকত হাসাzuন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আছাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শহীদুল আলম শেখ সোহেল, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি এম এ হালিম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here