Monday, December 23, 2024

গোয়ালন্দে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি: ‘মর্যাদা, স্বাধীনতা এবং সবার জন্য ন্যায়বিচার’ প্রতিপাদ্য মনে ধারণ করে গোয়ালন্দে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা মুক্তি মহিলা সমিতির আলো (অ্যাবিলিটি টু লিড ওয়ানসেলফ) প্রোগাম দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং আলো প্রোগ্রামের ১৪ গ্রপের ৪২০জন মেয়েদের মধ্যে উত্তীর্ণ ১৩ জন কিশোরীজে সন্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, মুক্তি মহিলা সমিতির এম এম এস প্রোগ্রাম কোঅর্ডিনেটর আখি আক্তার গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক শফিক শামীমসহ গণ মাধ্যম কর্মিরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন মর্জিনা বেগম, পরিচালক এমএমএস।

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন বন্ধসহ বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here